নতুন ডুয়েট তুমি দূরে বলে

প্রযোজনা প্রতিষ্ঠান মিউজিক বক্সের ব্যানারে মুক্তি পেয়েছে নতুন মিউজিক ভিডিও তুমি দূরে বলে। দ্বৈত এই গানটিতে কণ্ঠ দিয়েছেন কন্যারেখ্যাত শান ও পারভীন আক্তার লোটাস। গানের কথা লিখেছেন সাইদ রহমান। শানের সুর ও সঙ্গীতে মিক্স ও মাস্টারিং করেছেন রেজওয়ান সাজ্জাদ। লতা আচারিয়ার পরিচালনায় মিউজিক ভিডিওটি সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন সোহাগ খান এসকে। ভিডিওটির চিত্রগ্রাহক ছিলেন এবাদ আলীম। তুমি দূরে প্রসঙ্গে কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক শান বলেন, ‘সচরাচর আমি যে ধরনের গান করি, এটা সেরকমই একটা গান। সুরের মধ্যে একটা মধুর আমেজ আছে।’ পারভীন আক্তার লোটাস বলেন, ‘শানের গায়কী বরাবরই আলাদা। তার সঙ্গে গান করতে পেরে ভালো লেগেছে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *