নেপালের গোল উৎসব, ভুটানের বিদায়

নেপাল নিঃসন্দেহে এবারের টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। যদিও আসরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২-১ গোলে হেরে যায় তারা।
অন্যদিকে ভুটান নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশে কাছে হারে ২-০ গোলে। বলা যায় আজকের ম্যাচ দিয়ে প্রমাণ হলো এবারের এশিয়া কাপের সবচেয়ে খর্ব শক্তির দল ভুটান।
আজ বিকালে এশিয়া কাপের তৃতীয় দিনে গ্রুপ পর্বের খেলায় নেপালের মুখোমুখি হয় ভুটান।
ম্যাচের শুরু থেকেই ভুটানের গোল পোস্টে একের পর এক আক্রমণ করে ভুটান। এই আক্রমণের চাপ কতক্ষণই বা ধরে রাখা যায়!
২১ মিনিটের মাথায় এরই প্রমাণ হলো। সুনিল বালের করা কর্নার থেকে আনান্তা তামাঙ্গার করা হেডে ১-০ গোলে এগিয়ে যায় নেপাল। এরপর ১-০ গোলে শেষ হয় খেলার প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটের মাথায় সুনিল বালের গোলে ২-০ তে এগিয়ে যায় নেপাল।
এরপর ম্যাচে ফেরাটা আরও কঠিন হয়ে যায় ভুটানের। এই সুযোগটাই কাজে লাগায় নেপাল।
৭৮ মিনিটের সময় পেনাল্টির সুযোগ পেয়ে হিমালয়ের দেশটি। কিন্তু ভুটানের গোল কিপারের দক্ষতায় প্রথমবার বল গোলপোস্টে ঢুকতে না পারলেও ভুটানের ব্যর্থতায় ৩-০ তে এগিয়ে যায় নেপাল।
ম্যাচের শেষ দিকে ৮৮ মিনিটের মাথায় নিরাঞ্জন কুন্ডর হেড থেকে আবারও গোল। ৪-০ তে শেষ হয় ম্যাচ।
তিন ম্যাচের দুটিতে হেরে ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে ভুটান। এই ম্যাচ জিতে টুর্নামেন্টে টিকে রইলো নেপাল।
আগামী ৮ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে ভুটান। একই দিন বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে নেপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *