এবার ইরানি রিয়ালের দরপতন

ডলারের বিপরীতে ইরানি রিয়ালের ভয়াবহ দরপতন ঘটেছে। দুইদিন আগে যে মূল্য ছিল প্রতি ডলার ১ লক্ষ ২৮ হাজার ইরানি রিয়াল, তা বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫০ হাজার ইরানি রিয়াল। ইতিহাসের সবচেয়ে বেশি দরপতন ঘটনা এটি। মুদ্রা সম্প্রর্কিত বিভিন্ন ওয়েবসাইটের বরাত দিয়ে গতকাল রাতে সংবাদ সংস্থা রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ খবরের সত্যতা নিশ্চিত করে।

খবরে জানানো হয়, বুধবার মুদ্রা বাজারের আনঅফিসিয়ালি লেনদেন হওয়া চিত্র থেকে দেখা যায়, এক মার্কিন ডলারের বিপরীতে পরিশোধ করা হচ্ছে দেড় লাখ ইরানি রিয়াল।

ধারণা করা হচ্ছে ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসা এবং দেশটির ওপর অবরোধ আরোপের পর থেকেই ইরানি রিয়ালের মুদ্রামান কমতে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *