স্বদেশ নিউজ২৪.কমঃ আজ ৭ সেপ্টেম্বর ২০১৮ রোজ শুক্রবার রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে বর্নাঢ্য ও জাঁকজমক আয়োজনে নারী উদ্যোক্তা ও তরুন উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপ ‘স্পার্কল ফেইরিস’ ১ম বর্ষপূর্তি ‘ অনুষ্ঠান এবং রাইজিং স্টার গ্রুপ এর মিনি জি টু জি অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশ টিভি, রেডিও স্বদেশ, স্বদেশ নিউজ২৪ এর চেয়ারম্যান জনপ্রিয় সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব অারজে সাইমুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৮ এর টপ টেন জনপ্রিয় মডেল সেরিনা মজুমদার, জনপ্রিয় মডেল অভিনেত্রী নুসরাত জাহান নিপা ও জেসমিন মৌসুমী এবং কন্ঠশিল্পী তারেক হামিম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপ ‘স্পার্কল ফেইরিস’ ও পালকির কর্ণধার মেহজাবিন মালিহা মুমু। মুমু স্বদেশ নিউজ২৪কে বলেন- মূলত ‘স্পার্কল ফেইরিস’ ১ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের আর এবার রাইজিং স্টার কম্বাইন্ড গ্রুপের মেম্বারদের নিয়ে মেয়েদের পাশাপাশি ছেলেরাও অংশগ্রহন করেছে। বরাবরের মতো স্বদেশ টিভি মিডিয়া পার্টনার । গতবারের অনেক স্পন্সরদের পাশাপাশি নতুন অনেকে যুক্ত হয়েছেন। স্পার্কল ফেইরিস’ ও রাইজিং স্টার এর সকল স্পন্সর, মেম্বারদের সহযোগিতাসহ আমাদের মডারেটর সোনিয়া ও ভলেনটিয়ার আস্থা অনেক সাপোর্ট ও পরিশ্রম করেছে।
অনুষ্ঠানে ছিল মন মাতানো নাচ, গান, র্যাম্প, ক্রেস্ট গিভিং সিরিমনি, র্যাফেল ড্র ও লাঞ্চ। ছিল স্বদেশ টিভির ইন্টারভিউ । সকল মেম্বাররা মনের মাধুরী মিশিয়ে ফটো সেশন করেছেন জনপ্রিয় ফটোগ্রাফার শেখ সাদি। আরো ছিলেন রেজা, মিরর ফ্রেম এর ধামাকা। স্বদেশ টিভির সাক্ষাতকার শীঘ্রই দেখতে পাবেন স্বদেশ টিভি অফিসিয়ার ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজ এ। নিচে স্বদেশ টিভির ইউটিউব ও ফেসবুক পেজ লিংক দেওয়া হলো।
https://www.facebook.com/swadesh.tv/
https://www.youtube.com/c/swadeshtv