ল্যান্স ক্লুজনার এবার রাজশাহী কিংসের কোচ

ল্যান্স ক্লুজনারের কথা মনে আছে? দক্ষিণ আফ্রিকার সুপার স্টাইলিস্ট এই অল-রাউন্ডারকে ভুলে যাওয়া কঠিন। সেই ক্লুজনার এবার আসছেন বাংলাদেশে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী সিজনের জন্য তাকে কোচ হিসেবে নির্বাচিত করেছে রাজশাহী কিংস।

২০১৯ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বিপিএলের ষষ্ঠ আসর। রাজশাহীর প্রধান কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক তারকা ড্যানিয়েল ভেট্টরির স্থলাভিষিক্ত হবেন ১৯৯৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া ‘জুলু’ খ্যাত ক্লুজনার। এর আগে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব ছিলেন সাবেক কিউই পেসার ড্যানিয়েল ভেট্টরি।

জানা গেছে, ভেট্টরি এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) ব্রিজবেন হিটের কোচের দায়িত্ব পালন করবেন। আগামী ডিসেম্বরে শুরু হয়ে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিবিএল।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সাবেক তারকা অল-রাউন্ডার ক্লুজনার এর আগে জিম্বাবুয়ে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। তবে দক্ষণি আফ্রিকা ২০১৯ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর বাদ পড়েন দল থেকে। ২০১৫ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য জন্য তিনি দক্ষিণ আফ্রিকা দলের দায়িত্বও পালন করেন।

এছাড়া তিনি ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগে ডরফিনস এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০১১ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ ছিলেন। ৪৭ বছর বয়সী ক্লুজনার অতি সম্প্রতি ভারতের ঘরোয়া রনজি ট্রফিতে দিল্লি দলের পরামর্শক হিসেবে নিয়োগ পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *