আইসিইউতে নবজাতক, হাসপাতাল চত্বরে মাকে যৌন হয়রানি

পাঁচ দিনের মেয়ে শিশুর তখন যায় যায় দশা। মায়ের মনটাও একেবারে ভেঙে পড়েছে। সেই অবস্থাতেই তার হাত ধরে টানাটানি করে যৌন হয়রানির অভিযোগ উঠেছে মদ্যপ এক যুবকের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার রাতে ভারতের ডায়মন্ড হারবার জেলা হাসপাতালের ওই ঘটনায় আটক করা হয়েছে অভিযুক্তকে। তার আগেই অবশ্য মারা গেছে অভিযোগকারি নারীর মেয়ে শিশু।

ওই নারীর বাড়ির লোকজন হাসপাতালে চড়াও হয়ে বিক্ষোভ দেখান। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। হাসপাতাল থেকেই তিন অস্থায়ী কর্মীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে গ্রেফতার করা হয় পার্থ দলুই নামে অভিযুক্ত ওই যুবককে। শুক্রবার আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের কারাদণ্ড দেন।

জানা গেছে, দিন পাঁচেক আগে সরিষার গ্রামের ওই নারী সরিষা গ্রামীণ হাসপাতালে শিশুকন্যার জন্ম দেন। মেয়ের গায়ে জ্বর। গ্রামীণ হাসপাতাল থেকে তাকে ‘রেফার’ করা হয় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে।

তিন তলায় শিশু বিভাগের সিসিইউতে ভর্তি ছিল শিশুটি। বৃহস্পতিবার রাতে তার অবস্থা আরো সঙ্কটজনক ছিল। শিশুটির মা জানান, রাতের দিকে তিনতলার বারান্দায় দাঁড়িয়েছিলেন তিনি। কী করবেন ভেবে দিশাহারা।

তিনি আরো বলেন, সে সময়ে তিন যুবক টলতে টলতে হাজির হয়। তাদের মধ্যে একজন তার হাত ধরে টেনে নীচে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই তার চিৎকারে অবশ্য পালিয়ে যায় যুবকেরা। কিছুক্ষণের মধ্যেই খবর আসে, মারা গেছে ওই নারীর সন্তান।

জেলা হাসপাতালের সুপার চিরঞ্জীব মুর্মু বলেন, আমার কাছে কোনো লিখিত অভিযোগ হয়নি। পুলিশ বিষয়টি দেখছে। অভিযোগ পেলে তদন্ত করে দেখব, কী ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *