বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে ডুবে গেছে সিমেন্টের ক্লিংকারবাহী লাইটার জাহাজ এমভি শেখ ফারদিন।
রোববার সকাল সাড়ে নয়টার দিকে ভাসানচরের এক নম্বর বয়া থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে নোয়াখালীর ট্যাংগারচরের কাছে এ দুর্ঘটনা ঘটে।। জাহাজে থাকা ১৩ নাবিকের সবাইকে উদ্ধার করা হয়েছে।
বিআইডব্লিউটিএর উপ পরিচালক মো. সেলিম আরটিভি অনলাইনকে জানিয়েছেন, চট্টগ্রাম থেকে সিমেন্টের ক্লিংকার নিয়ে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল এমভি শেখ ফারদিন নামের লাইটারেজ জাহাজটি। সন্দ্বীপ চ্যানেলে পৌঁছলে আরেকটি লাইটারেজ জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। পরে জাহাজটিকে ট্যাংগারচরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পানি উঠে জাহাজটি ডুবে যায়। এতে জাহাজে থাকা সব নাবিককে উদ্ধার করা হয়েছে।