জাতীয় অনুষ্ঠানে তামাক গ্রহণ; তোপের মুখে আফ্রিদি!

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও নিয়মিত গণমাধ্যমের শিরোনামে থাকেন সাবেক পাকিস্তানি মহাতারকা শহীদ আফ্রিদি। এর মধ্যে নেতিবাচক খবরই বেশি। তাছাড়া পাকিস্তানি ক্রিকেটার, অথচ নেতিবাচক খবরের শিরোনাম হবেন না, এটা তো হতেই পারে না! এবার জাতীয় এক অনুষ্ঠানে প্রকাশ্যে তামাক চূর্ণ গ্রহণ করে সমালোচনার তীরে বিদ্ধ হলেন বুম বুম আফ্রিদি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। সেই ভিডিওতে আফ্রিদিকে দেখা যাচ্ছে নস্যি নিতে। প্রথমবার নস্যি নিয়ে ইতি উতি তাকিয়ে ফের একবার নস্যি নীচের ঠোঁটে ঠুসে দিতে দেখা গিয়েছে। প্রতিরক্ষা ও শহিদ দিবসের অনুষ্ঠান ছিল সেনাবাহিনীর হেডকোয়ার্টারে। সেখানেই আমন্ত্রিত ছিলেন তারকা ক্রিকেটার। দর্শকাসনে বসেই তিনি নাকি এমন কাণ্ড ঘটান! তার বিরুদ্ধে দেশকে অসম্মানের অভিযোগ তুলে ক্ষোভ জানিয়েছে ক্রিকেটপ্রেমীরা।

জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ এমন অনুষ্ঠানে নস্যি নিয়ে নেটিজেনদের একের পর এক প্রশ্নে বিদ্ধ হচ্ছেন শাহিদ আফ্রিদি। পাকিস্তানের সংবাদমাধ্যমেও তুলোধনা করা হয় তাকে। প্রশ্ন তোলা হয়, আফ্রিদির মতো তারকা আগামী প্রজন্মের কাছে আইডল। সেই প্রজন্মের কাছে কী বার্তা রাখলেন তিনি? নিজেকে বাঁচাতে আফ্রিদি এক পাকিস্তানি গণমাধ্যমকে বলেন, ‘নস্যি নয়, মৌরি ও লবঙ্গ খাচ্ছিলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *