গাজীপুরে ব্যবসায়ী খুনের দায়ে ৭ জনের ফাঁসির রায়

গাজীপুরে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে খুনের ঘটনায় ৭ জনের ফাঁসির রায় ও এক জনের ১০ বছরের কারাদন্ডের রায় দিয়েছেন জেলা জজ আদালতের বিচারক। আজ সোমবার সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে বিচারক একেএম এনামুল হক এ রায় দেন। নিহত ব্যবসায়ী মিলন ভূইয়া নগরের লক্ষ্মীপুরা এলাকার হাবিবুর রহমানের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, মিলন ভূইয়া নির্মাণ কাজে ব্যবহৃত বাঁশ, কাঠ, প্লেনসিট ভাড়ার ব্যবসা করতেন। ব্যবসায়ের পাওনা টাকা আদায় করাকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন ২০১১ সালের ২৬শে ফেব্রুয়ারি সন্ধ্যায় গাজীপুর মহানগরের ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে আসামিরা মিলনের গতিরোধ করে এবং এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে তার স্বজনরা মিলনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মিলনের মামা আক্তার হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ, ডিবি পুলিশ ওসিআইডিএ ঘটনা তদন্ত করে ১০ জনকে আসামি করে সিআইডি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাতজন আদালতে উপস্থিত ছিলেন বাকিরা পলাতক রয়েছে।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো রাজিব হোসেন রাজু, মোঃ কাইয়ুম, রাজিব হোসেন, ফারুক হোসেন, শফিকুল ইসলাম, আলী হোসেন ও মোহাম্মদ আলী। এদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ বছরের কারাদণ্ড এবং মাসুদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই মামলায় আপরাধ প্রমাণ না হওয়ায় দুজনকে খালাস দেয়া হয়েছে ।
এই মামলার রায়ে বাদী পক্ষের রাস্ট্রের আইনজীবী পিপি অ্যাডভোকেট হারিজ আহম্মেদন্যায় বিচার পেয়ে সন্তোষ প্রকাশ করলেও আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকট হাফিজ উল্লাহ দরজি অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপীল করবেন বলে জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *