নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম আর নেই

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ লন্ডনে মারা গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কুলসুম নওয়াজ ৬৮ বছর বয়সে মারা গেলেন।

তিনবার পাকিস্তানের ফার্স্টলেডি হয়েছিলেন কুলসুম। গত বছরের আগস্ট থেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। চলতি বছরের ১৪ জুন হার্ট অ্যাটাকও করেছিলেন তিনি।

তার স্বামী নওয়াজ শরিফ এবং মেয়ে মরিয়ম এখন পাকিস্তানের কারাগারে। দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর দেশে ফিরেই কারাবরণ করেন তারা।

১৯৭১ সালে নওয়াজ শরিফকে বিয়ে করেন কুলসুম নওয়াজ। তার স্বামী ১৯৯০-১৯৯৩, ১৯৯৭-১৯৯৯ এবং ২০১৩-২০১৭ সাল পর্যন্ত তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু কোনোবারই তিনি মেয়াদ শেষ করতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *