শীর্ষ নিউজ, ঢাকা: নির্বাচনে কারচুপি বন্ধে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দিন।
রোববার বেলা ১১ টার দিকে নির্বাচন কমিশন ইন্সটিটিউটে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইসি সচিব বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে পারস্পারিক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এই পারস্পারিক দ্বন্দ্ব নিরসনের উপায় কি? একমাত্র ইভিএম। এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। নির্বাচনে কারচুপি ও দাঙ্গা-হাঙ্গামা এড়াতে ইভিএমের বিকল্প নেই।