সিলেটে সমাবেশের অনুমতি পেয়েছে ঐক্যফ্রন্ট

সিলেটে আগামী ২৪ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।সিলেট জেলা বিএনপি সূত্র জানায়, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমকে ফোন করে পুলিশ অনুমতি দেয়ার কথা জানিয়েছে।এ ব্যাপারে শামীম আরটিভি অনলাইনকে বলেন, পুলিশের ফোন পেয়ে দলের স্থানীয় নেতারা লিখিত অনুমতি নিয়ে আসতে এসএমপি কার্যালয়ে গেছেন।২৪ অক্টোবর তারা রেজিস্ট্রি মাঠে সমাবেশ ছাড়াও ঐক্যফ্রন্টের নেতারা হযরত শাহজালাল(র.), হযরত শাহপরানের(র.) মাজার এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করার কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।এর আগে রোববার দুপুরে সমাবেশের অনুমতি পেতে হাইকোর্টে রিট করেন সিলেট জেলা বিএনপির সেক্রেটারি আলী আহমদ। সোমবার রিটের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।পি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *