বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে প্রতিশোধ নিলো নেদারল্যান্ডস

প্রথমার্ধে জর্জিনহো ভিনালডাম দলকে এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধেও যোগ করা সময়ে স্পট কিকে ব্যবধান বাড়ালেন মেমফিস ডিপাই। ইউয়েফা নেশন্স লীগে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল ডাচরা। নিজেদের মাঠে শুক্রবার ‘এ’ লিগে গ্রুপ-১-এর দ্বিতীয় লেগে ২-০ গোলে জেতে নেদারল্যান্ডস। প্রথম লেগে ফ্রান্সের মাঠে ২-১ গোলে হেরেছিল রাশিয়া বিশ্বকাপের বাছাই পেরুতে ব্যর্থ হওয়া দলটি। ২০০৮ সালের ইউরোতে ফ্রান্সকে ৪-১ গোলে হারানোর পর টানা শেষ পাঁচ ম্যাচ ফরাসিদের কাছে হেরেছিল নেদারল্যান্ডস। শুরু থেকে ফ্রান্সকে চাপে রাখা নেদারল্যান্ডস ৪৪তম মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায়। রায়ান বাবেলের শট হুগো লরিস ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল পেয়ে গাল করেন ২৮ বছর বয়সী মিডফিল্ডার ভিনালডাম।ম্যাচের যোগ করা সময়ে ডি জংকে সিসোকো ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ডিপাইয়ের শট ঠিকানা খুঁজে পেলে ফরাসিদের হার নিশ্চিত হয়ে যায়। এরই সঙ্গে দিদিয়ের দেশমের দলের টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার গর্বও চূর্ণ হলো। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস। আর ডাচদের এই জয়ে ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা জার্মানির ‘বি’ লিগে অবনমন নিশ্চিত হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *