ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তার প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন। তার দল কনজারভেটিভ পার্টির এমপিরা এ বিষয়ে আজ বুধবার আরও পরের দিকে এক অনাস্থা ভোটাভুটিতে অংশ নিয়ে তার রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। খবর বিবিসি, এবিসি, দ্য গার্ডিয়ানের।
কনজারভেটিভ পার্টির তথাকথিত ১৯২২ কমিটির চেয়ারম্যান গ্রাম ব্র্যাডি বলেছেন, ভোটাভুটি জন্য নির্ধারিত সীমা অতিক্রান্ত হয়েছে। এ ধরনের ভোটাভুটির অর্থ হচ্ছে কনজারভেটিভ পার্টির অন্তত ৪৮ জন এমপি মে’র প্রতি অনাস্থা এনে চিঠি দিয়েছে।