লোহাগড়ায় স্ত্রীকে সাথে নিয়ে মাশরাফির নির্বাচনী পথসভা

নড়াইল প্রতিনিধি
নড়াইল-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী জাতীয় ক্রিকেটদলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বৃহস্পতিবার (২৭ডিসেম্বর) দুপুরে স্ত্রী সুমনা হক সুমীকে নিয়ে লোহাগড়ার বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভা করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাশরাফি স্ত্রী সুমীসহ অন্যান্য নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী এলাকার মিঠাপুর, নলদী,কলাগাছী, কাশিপুর, হয়ে দুপুরে দেবী-সত্রহাজারী শ্বশুরবাড়ী এলাকায় পথসভা করেন।
নড়াইল জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: নাজমুল করিম বাবু জানান, মাশরাফির নির্বাচনী সফরে একটা অনাকাঙ্খিত দুর্ঘটনায় তিনি জয়পুর হাই স্কুল মাঠের এবং মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের নির্ধারিত সভা বাতিল করেন। লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না জানান, সন্ধ্যায় মাশরাফি সিএন্ডবি চৌরাস্তা হয়ে ইতনায় পথসভা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *