বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নির্মাণাধীন গ্যারেজের যেখানে সেখানে কনডম আর মদের বোতল পড়ে থাকতে দেখা যাচ্ছে। এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে ক্যাম্পাসে অসামাজীক কাজ ও মাদক ঠেকানোর জোর দাবি জানিয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ^বিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে এমন দৃশ্য মাঝে মাঝেই দেখা যায়। তবে সম্প্রতি বিশ^বিদ্যালয়ের পরিবহন রাখার যে গ্যারেজ নির্মাণ করা হচ্ছে সেখানেও পড়ে থাকতে দেখা যাচ্ছে এসব অসামাজিক কার্যকলাপের উপাদান। নির্মাণাধীন গ্যারেজটি একটু লোকসমাগম থেকে দুরে হওয়ার কারণে বহিরাগতরা সেখানে এসে অবাধে এমন অসামাজিক কাজ এবং মাদক সেবনের নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবু কালাম মো. ফরিদ উল ইসলাম অস্বীকার করে বলেন, সেখানে এমন কোন কিছু হয় না। আমি লোক পাঠিয়েছিলাম তারা সেখানে কিছুই পায়নি।