অবশেষে উদ্ধার হলো ফুটবলার এমিলিয়ানো সালাকে নিয়ে দুর্ঘটনায় পতিত উড়োজাহাজের ধ্বংসাবশেষ। গত ২১ জানুয়ারি ফ্রান্সের ক্লাব নতেঁ থেকে ইংল্যান্ডের কার্ডিফ সিটিতে পাড়ি দেয়ার সময় ইংলিশ চ্যানেলে নিখোঁজ হয় আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালাকে বহনকারী উড়োজাহাজ। প্রায় দুই সপ্তাহ পর সেই বিধ্বস্ত উড়োজাহাজের কিছু অংশের খোঁজ পাওয়া গেছে ইংলিশ চ্যানেলে। ফলে নিশ্চিত হওয়া গেল, উড়োজাহাজ দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছেন সালা ও তার পাইলট ডেভিড ইবোটসন। কর্তৃপক্ষ হাল ছেড়ে দেয়ায় মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল উদ্ধার কার্যক্রম। এরপর খোঁজ করার করার জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নেয় সালার পরিবার। সালাকে উদ্ধারের অভিযান চালিয়ে যাওয়ার অনুরোধ করেন ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসির মতো আর্জেন্টাইন ফুটবল ব্যক্তিত্বরা। সেই তহবিলে দান করেছিলেন আদ্রিয়ান রাবিও, কিলিয়ান এমবাপ্পে, দিমিত্রি পায়েত, এনগোলো কান্তের মতো তারকারাও।সালাকে উদ্ধার অভিযানের নেতা নৌবিজ্ঞানী ডেভিড মেয়ার্নস রোববার রাতে জানান, ফ্রান্সের কাছাকাছি ইংলিশ চ্যানেলের দ্বীপ গুয়ের্নসিতে সালা ও তার পাইলট ইবোটসনকে নিয়ে নিখোঁজ হওয়া উড়োজাহাজের ধ্বংসাবশেষ পেয়েছে তার দল ‘এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ’। গত সপ্তাহে এক ফরাসি নারী হোসেত্তে বার্নার্ড ইংলিশ চ্যানেলের নিকটবর্তী ফরাসি দ্বীপ কোতেন্তিন পেনিনসুলাতে একটা কুশন (বালিশ) দেখতে পান বলে জানা গিয়েছিল। অনুমান করা হয়েছিল, সেটা সালার নিখোঁজ উড়োজাহাজেরই অংশ। এবারের শীতকালীন দলবদলে ওয়েলসের ক্লাব কার্ডিফ সিটি তাদের ইতিহাসের রেকর্ড ১৭ মিলিয়ন ইউরোর ট্রান্সফারে নতেঁ থেকে ২৮ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলার সালাকে দলে নেয়।