উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী লোহাগড়ার আওয়ামীলীগ নেতা সাজ্জাদ হোসেন মুন্না

লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শেখ সাজ্জাদ হোসেন মুন্না আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী। তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন।

খোঁজ-খবর নিয়ে জানা গেছে, স্কুল জীবন থেকে রাজনীতি ও সমাজ সামাজিকতার মাধ্যমে এলাকার মানুষের কাছে প্রিয় মুখ হিসাবে পরিচিতি পেয়েছেন শেখ সাজ্জাদ হোসেন মুন্না। বর্তমানে তিনি নড়াইল জেলা পরিষদের সদস্য ও করফা-মহিসাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি।
নড়াইলের লোহাগড়া উপজেলার মহিসাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ আবুল হোসেন এর ছেলে শেখ সাজ্জাদ হোসেন মুন্না। তিনি জোরেশোরে গ্রামে গ্রামে গিয়ে দলের ও নির্বাচনের জন্যে কাজ করছেন। ১৯৯১ সালে মাগুরা মুসলিম একাডেমীর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে যাত্রা শুরু করেন । ১৯৯৪ সালে লোহাগড়া কলেজ ছাত্র-ছাত্রী সংসদের শ্রেণি প্রতিনিধি, ১৯৯৮ সালে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ২০০২ সালে জেলা ছাত্রলীগের সহসভাপতি এবং পরে জেলা ও উপজেলা যুবলীগের সদস্য নির্বাচিত হন।

তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ভালবেসে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হন এবং সমাজ সামাজিকতা শুরু করেন। দলীয় কর্মকান্ডসহ জনসেবামূলক কাজ করে সকলের নজর কেড়েছেন। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, মসজিদ ও মন্দিরে অনুদান দিচ্ছেন দীর্ঘদিন ধরে। সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ গড়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে কাজ করতে চান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *