জীবন মানে…..
লুবনা স্মৃতি
জীবন মানে হলি খেলার সুখ
নব বধূর লজ্জা মায়া মুখ,
ডোাম ঘরের ঐ পঁচা, গলা লাশ
নিজের দেখা প্রথম সর্বনাশ।।
জীবন মানে তুমি আর আমি
পাওয়া-পাওয়া লালসার ভান,
কাঁচের চুড়ি, লাল টিপ আর বেনারশি শাড়ি
বাসি ফুলের কুঁড়িয়ে পাওয়া ঘ্রাণ।।
জীবন মানে একটু খানি আয়ু
দায়িত্বের এক বিশাল অপমান,
শেষের বেলা-হেলা হবে ভেবে
শ্বশান ঘাটে নিজের তীর্থস্থান।।