ভালো ক্রিকেট খেলে হারের বৃত্ত ভাঙতে চান মুমিনুলরা

আগামীকাল রাওয়ালপিন্ডি টেস্টে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মুমিনুল হক শোনালেন আশার বাণী। পাকিস্তানে ভালো ক্রিকেট খেলে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চান তিনি। মুমিনুল বলেন, ‘এখানে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। বিদেশের মাটিতে আমাদের পারফরম্যান্স মোটেও ভালো নয়। এখানে আমরা নিজেদের খেলার উন্নতি ঘটাতে চাই। আশা করি, ভালো ক্রিকেট উপহার দিতে পারবো।’
অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহীম নেই। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করেন নেন তিনি।

মুশফিককে ছাড়া খেলা কতটা কঠিন হবে? তাছাড়া পাকিস্তানের কড়া সিকিউরিটির মধ্যে স্বাভাবিক খেলাটা খেলতে কোনো সমস্যা হবে কি না এমন প্রশ্নের জবাবে মুমিনুল বলেন, ‘মুশফিককে ছাড়া খেলা কতটা কঠিন আর সিকিউরিটি ইস্যু- এসব নিয়ে ভাবছি না। সেরা খেলোয়াড়কে ছাড়া খেলা কঠিনই। তবে এটা দলের অন্যদের জন্য সুযোগ। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন মুমিনুল।
টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের লক্ষ্য সম্পর্কে মুমিনুল বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ সব দলের জন্য। ওরা (পাকিস্তান) যেমন গুরুত্ব দিচ্ছে। আমরা এটাকে সমান গুরুত্ব দিচ্ছি।’
সবশেষ ভারত সফরে দুই টেস্টেই বাজেভাবে হারে মুমিনুল হকের দল। হারের বৃত্ত কি এবার ভাঙতে পারবে টাইগাররা? মুমিনুল বলেন, ‘দেখুন, একটা না একটা সময় ব্রেকটা ভাঙতে হবেই। আমরা সবাই খুব ভালো প্রস্তুতি নিয়েছি। আমরা আশাবাদী এ ম্যাচটা নিয়ে।’
কন্ডিশন ও উইকেট নিয়ে মুমিনুল বলেন, ‘যে দেশেই যাবেন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। কন্ডিশন ভালো আছে। একটু ঠান্ডা। উইকেট হয়ত ভিন্ন থাকতে পারে। তাই এটা নিয়ে বলতে পারছি না। সকালে সিদ্ধান্ত নেবো টস পেলে কি নেবো।’
তামিম ইকবাল এক বছর পর জাতীয় দলে ফিরেছেন। তবে পাকিস্তানে আসার আগে বিসিএল-এ ৩৩৪ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন এই বাঁহাতি ওপেনার। তামিমকে নিয়ে ভালো কিছুর আশা মুমিনুলের। তিনি বলেন, ‘তামিম বিশ্বমানের প্লেয়ার। আশা করি, এত দিনের গ্যাপের পরও ও মানিয়ে নেবে। মুশফিক নেই। তাকে মিস করবো। তবে জুুনিয়রদের জন্য এই সিরিজ সুযোগ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *