সানি লিওনের নতুন ভিডিও ভাইরাল

বলিউড এবং সোশ্যাল মিডিয়া- দুই জায়গাতেই বেশ সক্রিয় বলিউড অভিনেত্রী ও সাবেক পর্ণতারকা সানি লিওন। ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে সোশ্যাল মিডিয়ায় হরহামেশাই নানা ছবি ও ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। কিছুদিন আগে একটি ভূতের ছবির শুটিংয়ের জন্য তার লুক তৈরির ভিডিও শেয়ার করেছিলেন। এবার ফের একটি হট ফটোশুটের মেকআপ পোস্ট করে নতুন করে ভাইরাল সানি। পিঠের ওপর নকল চামড়া লাগিয়ে সেখানে লাল রক্তের মেকআপ করে দিচ্ছেন এক আর্টিস্ট। সানি চুপ করে বসে রয়েছেন। মেকআপ শেষ হয়ে যাওয়ার পর সানি সেটি দেখিয়ে ভক্তদের জন্য ভিডিও শেয়ার করেছেন তার ইনস্টাগ্রামে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে সানির মেকআপ ভিডিও।

অনেকেই ভাবছেন, এটি হয়তো সানির নতুন কোনও ছবির জন্য। যদিও সানি জানিয়েছেন, পশুদের কোনও রকম অত্যাচার থেকে বিরত রাখতেই এমন সাজে ভিডিও তার। আর হার জন্যই এমন মেকআপ করেছেন তিনি। ভেগান হয়ে পশুদের কোনওরকম ভাবে উত্যক্ত না করার আবেদন করেছেন সানি। ২০১২ সালে ‘জিসম ২’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন এই প্রাক্তন পর্নস্টার। শেষ তাকে দেখা গিয়েছে ‘রাগিনী এমএমএস রিটার্নস সিজন ২’ ছবিতে। সেই ছবির বেশ কিছু দৃশ্যে নগ্ন হয়ে কাজ করেন সানি। পাশাপাশি তার ঘনিষ্ঠ দৃশ্যগুলো ঝড় তুলে। আগামীতে ‘কোকাকোলা’ ছবিতে দেখা যাবে সানিকে। সেই ছবিতেও হট আবতারে দেখা মিলবে সানি লিওনের। আরো নানা চমক নিয়ে এ ছবিতে হাজির হবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *