হয়ে গেলো সৃজিত-মিথিলার জমকালো রিসেপশন পার্টি

অবশেষে কলকাতার বুকে বসল চাঁদের হাট। শনিবার সন্ধ্যায় হয়ে গেল কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী মিথিলার জমকালো রিসেপশন পার্টি। স্বাভাবিক ভাবেই পার্টিতে উপস্থিত ছিলেন টলি পাড়ার তারকারা। ডিসেম্বরের ৬ তারিখেই বিয়ে সেরেছিলেন সৃজিত- মিথিলা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরাই শুধু বিয়েতে উপস্থিত ছিলেন। তাই এই রিসেপশন নিয়ে টলিপাড়ায় উত্তেজনা ছিল প্রথম থেকেই। অবশেষে তারকাদের মেলায় হয়ে গেল তাদেও রিসেপশন। এদিন মিথিলা একদম নতুন কনের মতোই লাল রঙের শাড়ি পরেছিলেন আটপৌড়ে কায়দায়।

আর সৃজিত একটি প্রিন্টেড পাঞ্জাবির সঙ্গে লাল রঙের ধুতি পরেছিলেন। স্বভূমির রাজ কুটিরে এই বিরাট আয়োজন করেছিলেন নবদম্পতি। রিসেপশনে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গার্গী, অনির্বাণ ভট্টাচার্য, সৌরসেনী, মাধবী মুখোপাধ্যায়, অনুপম রায়, রূপম ইসলাম, রুদ্রুনীল ঘোষ, অপর্ণা সেন, রাজ চক্রবর্তী, ইন্দ্রনীল ও বরখাসহ অনেকে। প্রসঙ্গত, গত ৬ই ডিসেম্বর চারহাত এক করেছেন সৃজিত ও মিথিলা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরাই বিয়েতে উপস্থিত ছিলেন। বিয়ে ও হানিমুন সেরেই আবার ভৌগোলিক ভাবে অনেকটাই দূরে সৃজিত-মিথিলা। প্রসঙ্গত, ফেসবুকের মাধ্যমেই দুজনের আলাপ হয়েছিল। সৃজিতের তরফ থেকেই প্রথমে গিয়েছিল বন্ধুত্বের অনুরোধ। তার পরে মেসেঞ্জারে আলাপ। কয়েকদিন কথাবার্তা চলার পরেই ২০১৯-এর জানুয়ারিতে ঢাকায় মিথিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সৃজিত। তখনই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *