অসহায় মানুষের পাশে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান

সম্পাদনায়-আরজে সাইমুর রহমান: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সরকার ১০দিনের ছুটি ঘোষণা করেছে। একইসাথে সকল গণপরিবহন ও সরকারী অফিস বন্ধ ঘোষণা করেছে। মধ্যবিত্ত মানুষেরা কোন রকমে এ দুযোর্গ মোকাবেলা করতে পারলেও বিপদে পরেছেন নিম্ন আয়ের মানুষেরা। বিশেষ করে যারা রিক্সা, ভ্যান চালাক ও দিন মজুরদের আয় একদম শূন্যে নেমে এসেছে। কার্যত লকডাউন হয়ে থাকা দেশের এ সকল মানুষদের অনেকেই অসহায় দিন পার করছেন। তাদেরকে সহায়তায় এগিয়ে এলেন রাজধানীর খিলগাও থানার ওসি মশিউর রহমান । তিনি তার নিজ উদ্যোগে গরীব ও নিম্ন আয়ের মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন।

খিলগাও থানার ওসি মশিউর রহমান বলেন, বৈশ্বিক এই করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আসুন আমরা সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *