অসহায় মানুষদের পাশে ৪৫নং ওয়ার্ড-এর কাউন্সিলর ও রংধুন সামাজিক সংগঠন

সম্পাদনায়-আরজে সাইমুর রহমান: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সরকার ১০দিনের ছুটি ঘোষণা করেছে। একইসাথে সকল গণপরিবহন ও সরকারী অফিস বন্ধ ঘোষণা করেছে। মধ্যবিত্ত মানুষেরা কোন রকমে এ দুযোর্গ মোকাবেলা করতে পারলেও বিপদে পরেছেন নিম্ন আয়ের মানুষেরা। বিশেষ করে যারা রিক্সা, ভ্যান চালাক ও দিন মজুরদের আয় একদম শূন্যে নেমে এসেছে। কার্যত লকডাউন হয়ে থাকা দেশের এ সকল মানুষদের অনেকেই অসহায় দিন পার করছেন। তাদেরকে সহায়তায় এগিয়ে এলেন রাজধানীর ধূপখোলা, গেন্ডারিয়ার রংধুন সামাজিক সংগঠন ও ঢাকা দক্ষিন সিটির ৪৫ নং ওয়ার্ড-এর কাউন্সিলর হাজী মোঃ শামসুজ্জোহা ( জাহা ) রবিন, রনি,আক্তার,সোহাগ, তোফাহেল ও জাহাঙ্গীর। কাউন্সিলর হাজী মোঃ শামসুজ্জোহা স্বদেশ নিউজ২৪কে বলেন মানবিক কারণে সমাজের বিত্তবানদেরও নিম্ম আয়ের মানুষদের জন্য সাহায্যের হাত বাড়ানো উচিৎ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *