ঝুঁকি নিয়ে শুটিং

করোনাভাইরাস পরিস্থিতির ক্রমাবনতির কারণে প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে আজ থেকে ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ থাকবে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল বিকেলে বাসসকে বলেন, ‘আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, আমাদের সীমান্ত শুধু যাত্রীদের জন্য বন্ধ থাকবে, তবে পণ্য পরিবহন করা যাবে।’
গতকাল রোববার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব), ভারতের রাষ্ট্রদূত, প্রধানমন্ত্রীর দফতরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আগামী ১৪ দিন তা কার্যকর থাকবে। এই ১৪ দিন মানুষের যাতায়াত বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলবে।শুধু আমি না, আমার সঙ্গে সংশ্লিষ্ট অনেক মানুষ জড়িত। শুটিং না করলে তারাও সমস্যায় পড়ে যাবেন। তাই বলা চলে এক প্রকার বাধ্য হয়েই শুটিং করছি। আর কোনো পথ নেই। করোনায় শুটিং করে ঝুঁকি নিয়ে ফেললেন কিনা তা জানতে চাইলে তিশা বলেন, অবশ্যই ঝুঁকি আছে। সবাই অনেক আতঙ্ক নিয়ে কাজ করেন। বের হওয়ার আগে লেবু চা খাই, মাস্ক পরি, স্যানিটাইজার কাছে রাখি। চিন্তা করি, নিরাপদে বাসায় ফিরবো তো! কলাকুশলীরা স্বাস্থ্যবিধি মানছেন। কিন্তু সব সময় শিল্পীদের মাস্ক পরার সুযোগ থাকে না। শুটিং ও মেকআপের সময় মাস্ক খুলে রাখতে হয়। তাই ভয়টা থেকেই যায়। সবশেষ, বাংলাভিশনে তাসনুভা তিশা অভিনীত নাটক ‘ছোট্ট একটি শব্দ’ প্রচারিত হয়। এটি পরিচালনা করেছেন শফিক মুক্তা। এ ছাড়া প্রথমবারের মতো একটি ওয়েব ফিল্মেও দেখা গেছে তাকে। নাম ‘ব্যাচ ২০০৩’। এই চলচ্চিত্রের নায়িকা তিনি। সিনেমাটিতে তিশার অভিনয়ের প্রশংসা করছেন অনেকেই। ওয়েব ফিল্মটিতে আরো অভিনয় করেছেন আবদুন নূর সজল, কাজী নওশাবা আহমেদ, শিপন, ক্রিস্টিয়ানো তন্ময়সহ অনেকে। এদিকে সামনে আরো বেশকিছু ঈদের নাটকে কাজ করার কথা রয়েছে বলে জানালেন তিশা। কথা চলছে নতুন কিছু ওয়েব কনটেন্ট নিয়েও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *