দীঘি এবার হিন্দি গানের মডেল

ঢাকাই ছবিতে শিশুশিল্পী হিসেবে দারুণ জনপ্রিয়তা পাওয়া সেই প্রার্থনা ফারদিন দীঘি বড় হয়েছেন। তিনি আর ছোট্টটি নেই।

রুপালি পর্দায় নায়িকা রূপে হাজির হয়েছেন তিনি। যদিও নায়িকা চরিত্রে অভিনয় করে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি এই অভিনেত্রী।

এবার সেই দীঘিকে নিয়ে জানা গেল, চমকপ্রদ এক খবর। একটি হিন্দি গানের ভিডিওতে মডেল হয়েছেন দীঘি। গানটি প্রকাশিত হবে ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান টি সিরিজের ব্যানারে।

গানের শিরোনাম ‘হোটো পে নাম তেরা’। সুদীপ কুমার দীপের লেখা গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ন্যানসি ও প্রেম। গত ২৭ আগস্ট এর ভিডিও নির্মিত হয়েছে মানিকগঞ্জের ফিল্ম ভ্যালিতে। ভিডিওর নির্মাতা ইভান মনোয়ার।

ভিডিওতে দীঘির বিপরীতে মডেল হয়েছেন ফারহান খান রিও।

জানা গেছে, শুটিং ও সম্পাদনা শেষে চলতি বছরই গানটি প্রকাশ পাবে। হিন্দির পাশাপাশি বাংলা ভাষায়ও গানটি মুক্তি পাবে দেশের একটি ইউটিউব চ্যানেলে।

হিন্দি গানের মিউজিক ভিডিওতে মডেল হতে পেরে উচ্ছ্বসিত দীঘি। বললেন, ‘এটা আমার জন্য এটা নতুন অভিজ্ঞতা। ন্যানসি আপা তো আমার প্রিয় শিল্পী। তার প্রথম হিন্দি গানে মডেল হয়ে ভালো লাগছে। তা ছাড়া এত বড় প্রতিষ্ঠান থেকে গানটি প্রকাশিত হবে, এটাও আনন্দের ব্যাপার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *