বাংলাদেশ নৌ, রেল ও বিমানপথের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের উন্নতির জন্য জনগণের মধ্যে যোগাযোগের উন্নতি ও সংযোগ শক্তিশালী করার দিকে জোর দিচ্ছে। ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এই মন্তব্য করেছেন।
অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ আসাম, ভারত ও বাংলাদেশের মধ্যে খাবার, পোশাক, সংস্কৃতি, ভাষার মিল নিয়ে আলোচনা করেন। এই অনুষ্ঠানে যোগ দেন আসামের শিল্প ও বাণিজ্যমন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী।
এ সময় ভারত-বাংলাদেশ বাণিজ্য পোর্টালও চালু করা হয়। এটি ভারত ও বাংলাদেশ উভয়ের ব্যবসায়িক ভ্রাতৃত্বকে সহজতর করবে। এই পোর্টালে ভারত ও বাংলাদেশের রপ্তানিকারক এবং আমদানিকারকদের ডাটাবেস আপলোড করা হয়। এটি উভয় দেশের ক্রেতা ও বিক্রেতাদের সহযোগিতা বাড়াবে। উভয় পক্ষের মধ্যে ব্যবসায়িক লেনদেন এবং আলোচনার অনুমতি দেবে।
ড. হাছান মাহমুদ আরও বলেন, ব্রিটিশ আমল থেকে আসাম ও এই অঞ্চলের সঙ্গে চট্টগ্রাম বন্দরের দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। শতাব্দী প্রাচীন সমুদ্রবন্দরটিকে পুনর্নির্মাণ করা হয়েছে। কলকাতার হলদিয়া বন্দরের তুলনায় চট্টগ্রাম বন্দর গুয়াহাটির কাছাকাছি। এতে শুধু পরিবহন খরচই কমবে না বরং ব্যবসা-বাণিজ্যের কার্যক্রমও বাড়বে।