পুলিশ বেষ্টনীর মধ্য দিয়ে নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের আলাইপুরস্থ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে বিএনপির নেতাকর্মীরা। তবে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে দলীয় কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে, নাটোর জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে অবস্থান নেয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এসময় বিএনপি কর্মসূচি পণ্ড করতে দফায় দফায় বাধা প্রদান করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। তারা ২০ থেকে ৩০টি মোটরসাইকেলযোগে মিছিল নিয়ে বিএনপির কার্যালয়ের ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ বিএনপি নেতাকর্মীদের অফিসের ভেতর ঢুকিয়ে দেয়।
জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব রহিম নেওয়াজের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মাহতাব আলী, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চুসহ দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের পক্ষে-বিপক্ষে শ্লোগান দিতে দেখা যায়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ সতর্ক অবস্থান নেয়।