এবারের ঈদে ‘ঘুম ঘুম চোখে’ শিরোনামে নতুন একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ পাচ্ছে এই সময়ের জনপ্রিয় গায়ক ইমরানের। প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক এটি প্রকাশ করছে।
ঈদ উপলক্ষে গাওয়া ইমরানের নতুন এই গানটির কথা লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। এটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘আমি সবসময় দর্শকের কথা ভেবেই ভিন্ন ধরনে গান গাওয়ার চেষ্টা করি। সেই ধারাবাহিকতা এবারও বজায় রেখেছি। এবারের ঈদে গানটি মুক্তি পেলে দর্শকের মনে জায়গা করে নেবে। গানটির কথা ও সুর সবার মনে দাগ কাটবে। শ্রোতারা যে ধরনের গান প্রত্যাশা করেন, এটি তেমনি বলতে পারি।’
প্রসঙ্গত, ঈদে রঙ্গন মিউজিক থেকে মাহতিম সাকিব, অবন্তী সিঁথি, ঝিলিক, চম্পা বণিক ও প্রিয়াংকা গোপের একটি করে গানের মিউজিক ভিডিও প্রকাশ পাবে।