ইউটিউবে ভিডিও ছোট করতে নতুন টুল

ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউব ‘শর্টস’ নামের একটি ক্রিয়েটর টুল এনেছে। এটি ব্যবহার করে বড় দৈর্ঘ্যের ভিডিও কেটে এডিট করে এক মিনিটের মধ্যে কনভার্ট করতে পারবেন ইউটিউবাররা।

টিকটকের সঙ্গে পাল্লা দিতে এই নতুন টুল এনেছে ইউটিউব। ইউটিউব জানিয়েছে, নতুন আপডেটে ইউটিউবাররা টাইমলাইন এডিটর ও শর্ট ক্যামেরা ফিচার পাবেন।

ইউটউিব অ্যাপের একেবারে নিচে প্লাস বাটনে ক্লিক করলে ‘ক্রিয়েট এ শর্ট’ অপশন পাওয়া যাবে। এতে ক্লিক করলেই চালু হবে শর্টস ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ছোট ছোট ভিডিও শুট করে ফোনের গ্যালারিতে রেখে সেখান থেকেই ইউটিউবে আপলোড করা যাবে। তবে ভিডিওগুলোর দৈর্ঘ্য অবশ্যই ৬০ সেকেন্ডের কম হতে হবে। তারা আরো জানিয়েছে, ভিডিওর আসল নির্মাতারাই শুধু লম্বা দৈর্ঘ্যের ভিডিও ইমপোর্ট করে শর্ট ভিডিওতে কনভার্ট করতে পারবেন। এ ছাড়া অরিজিনাল ভিডিওর লিংক শর্ট ভিডিওর নিচে জুড়ে দেওয়া হবে বলে পুরো ভিডিও দেখার সুযোগ পাবে ব্যবহারকারীরা। গত শুক্রবার থেকে নতুন  টুলটির আপডেট আইওএস ও অ্যানড্রয়েড ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে শুরু করেছে।

সূত্র : টেকক্রাঞ্চ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *