পটুয়াখালীর দশমিনায় সড়ক দুর্ঘটনায় মো. ইউসুফ মৃধা (৪০) নামে এক স’ মিল ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজারের দক্ষিণে পাশে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। নিহত ইউসুফ মৃধা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পশ্চিম চরহোসনাবাদ গ্রামের মোসলেম উদ্দিন মৃধার ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পশ্চিম চরহোসনাবাদ গ্রামের মোসলেম উদ্দিন মৃধার ছেলে স’ মিল ব্যবসায়ী মো. ইউসুফ মৃধা গছানীবাজার থেকে ইজিবাইকযোগে পশ্চিম চরহোসনাবাদ গ্রামের বাড়িতে ফিরছিলেন। পরে বাংলাবাজারের দক্ষিণ পাশে গিয়ে পৌঁছালে তাদের ইজিবাইকের সঙ্গে একটি টমটমের ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।
আহতাবস্থায় তাকে দশমিনা হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। সেখানে শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। অন্য আহতদের চিকিৎসা চলেছে।
দশমিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনুপ দাস দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।