সিলেটের গোলাপগঞ্জে সিএনজি চালিত অটোরিক্সা ও পিকাআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন একজন।
শনিবার সকালে সিলেট জকিগঞ্জ সড়কের উপজেলার রানাপিং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আরেকজন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতরা হলেন- লুৎফুর রহমান (৭২), তিনি বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবানী গ্রামের হাজী মস্তাকিম আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য ছিলেন এবং তার স্ত্রী জেলি বেগম (৬০)। জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের তোপখানা গ্রামের সুনা মিয়ার ছেলে ইউনুস মিয়া (২৮), তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে চারখাই থেকে ছেড়ে আসা সিলেটগামী অটোরিকশা ও সিলেট থেকে বিয়ানীবাজার গামী পিকআপের মধ্যে ঘটনাস্থলে আসা মাত্র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আরেকজন যাত্রীকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।