যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার ৪টি সরকারি হাসপাতালে ৫৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। যার মধ্যে ৩৬ জনই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে যশোর সিভিল সার্জন অফিসের তথ্যমতে, এখন পর্যন্ত ৫৮৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫৩ জন।
এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে ১০ জন এবং অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৬ জন ভর্তি রয়েছেন। এ ছাড়া কেশবপুর ও শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাকি ৭ জন চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: https://www.youtube.com/watch?v=_hkW5HyFj1E%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87%20%E0%A6%96%E0%A7%81*%E0%A6%A8%20%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%20%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F%20%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8%20%E0%A6%AE%E0%A6%BE
জেলা সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, বর্তমানে যশোরে ডেঙ্গু পরিস্থিতি বেশ ভালো। শীত যত বাড়বে, পরিস্থিতি তত ভালোর দিকে যাবে।