কুমিল্লার দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামে গরু চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে দাউদকান্দি মডেল থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- দাউদকান্দি উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের আবু মুছা ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মদদিয়া গ্রামের জুয়েল মিয়া। আহত মো. মনসুর পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার খোতখালি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, শুক্রবার রাতে ওই গ্রামে আলাউদ্দিন মিয়ার গোয়ালঘর থেকে গরু চুরির সময় বাড়ির লোকেরা টের পেয়ে চোরদের ধাওয়া করে। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা উত্তেজিত হয়ে মারধর করলে তিনজনই গুরুতর আহত হন।
এদিকে খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে আবু মুছা মারা যান ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জুয়েল মিয়া।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঁইয়া জানান, এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মরদেহের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা ও চুরির অপরাধে পৃথক দুটি মামলা হয়েছে।