রাশিয়ার মস্কো অঞ্চলে তিনটি ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী।
মঙ্গলবার রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর তাস নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী মস্কো থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে কালুগা অঞ্চলে একটি ড্রোন করে ভূপাতিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে- তিনটি ড্রোনই মস্কোর দিকে যাচ্ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র থেকে জানা গেছে, তিনটি ড্রোনই ফিক্সড উইং কম্পানির। তবে এ কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রাষ্ট্র চালিত সংস্থা আরআইএ নভোস্তিও জানিয়েছে, নিউ মস্কোর ভ্যালুয়েভো গ্রামের কাছে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনগুলো একটি ফাঁকা মাঠে পড়েছিল। এখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ড্রোনের উৎপত্তি কোথায় সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার বেশ কয়েকটি শহরে ইউক্রেনীয় বাহিনী ড্রোন হামলা চালিয়েছে। তবে সাম্প্রতিক এ আক্রমণ আরও তীব্র হয়েছে।
প্রসঙ্গত ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত মস্কো। এখনো পর্যন্ত খুব কমই লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।