মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বিদেশী মদসহ আব্দুল করিম (৩৫) নামে এক জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ জুলাই) তাকে কোর্টে পাঠানো হয়েছে। এর
আগে বৃহস্পতিবার রাত ১১ টায় তাকে উপজেলার বড়তাকিয়া এলাকা থেকে আটক করে এবং গাড়ি থেকে ৩৫ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
করিম উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের মরহুম নুরুল হকের পুত্র। মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় একটি লেগুনায় অভিযান চালিয়ে ৩৫ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এসময় লেগুনা চালককে আটক করা হয়েছে। মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বড়তাকিয়া এলাকা থেকে ৩৫ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে। এসময় মাদক সরবরাহ কাজে নিয়োজিত একজনকে আটক করা হয়। আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে শুক্রবার তাকে কোর্টে পাঠানো হয়েছে।