নিজেস্ব প্রতিবেদক:
সিলেটের ঐতিহ্যবাহী বিশ্বনাথ উপজেলায় নবাগত সমবায় কর্মকর্তা
মোহাম্মদ জাহাঙ্গীর আলমের যোগদান উপলক্ষে আজ ২৫ শে জুলাই মঙ্গলবার বিশ্বনাথ
উপজেলা প্রশাষনিক ভবনের সমবায় কার্যালয়ে
তাঁকে উষ্ম ফুলেল শুভেচ্ছা জানান বিশ্বনাথের একাধিক সমবায় সমিতির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা সমবায় ফোরামের আহবায়ক ও বহুবার জাতীয় সমবায় পদকপ্রাপ্ত “এভারগ্রীন বহুমুখী সমবায় সমিতি লি: ” এর নির্বাহী পরিচালক শেখ হাসান মাহমুদ রিপন, আলো বহুমুখী যুব সমবায় সমিতি লি : এর সহ-সভাপতি কবি এস.পি.সেবু
, রামধানা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর সম্পাদক লালা মিয়া, গরীব দুঃখী ক্ষুদ্র সমবায় সমিতি লি: এর শাহিন আহমদ, সহকারী পরিদর্শক ফুল রাণী ভট্রাচার্য, অফিস সহকারী বুরহান উদ্দীন প্রমুখ।
বিশ্বনাথের সমবায় সমিতিগুলোর উত্তর উত্তর সাফল্য ও সমবায়ের মাধ্যমে সমাজের উন্নয়নের বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করা হয়।