নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়- আরজে সাইমুর রহমান:
সিমলা আহমেদ একজন সফল নারী উদ্যোক্তা। তার বিজনেস পেজের নাম এসএস লাক্সারিয়াস। সম্প্রতি ২০০ নারী উদ্যোক্তাদের মহামিলন মেলা অনুষ্ঠিত হয়েছে সিদূর ফ্যাশন হাউজের আয়োজনে। যেখানে টাইটেল স্পন্সর এসএস লাক্সারিয়াস। সিমলা আহমেদ স্কিন কেয়ার এর সব ধরনের কসমেটিকস সেল করে থাকেন। এই পণ্যগুলো থাইল্যান্ড ও কোরিয়া থেকে আমদানি করা। স্বদেশ নিউজ২৪.কমের সম্পাদক আরজে সাইমুর রহমানের সাথে আলাপচারিতায় জানালেন নারী উদ্যোক্তা সিমলার সফলতা গল্প। তিনি জানান অনেক আগে থেকেই নিজে কিছু করার শখ ছিল তার। বিয়ের পর সেই ইচ্ছা শখ পূরন করতে পেরেছি। আমার হাসবেন্ড আমাকে অনেক বেশি সাপোর্ট করে আবার এই বিজনেসে। আলহামদুলিল্লাহ আমার অল্প সময়ে ছোট পেজটা আপুরা অনেক বেশি ভালবাসে। তাদের সাপোর্টে আজ আমি এই জায়গায়। সিদূর এর টাইটেল স্পন্সর হয়ে অনেক ভালো লেগেছে সবার সাথে পরিচিত হতে পেরেছি। সিদূরের প্রতিষ্ঠাতা শিথি আপুকে অনেক ভালবাসি তাই তার জিটুজিতে টাইটেল স্পন্সর করেছি।
কেউ কোন সহযোগিতা করেনি নিজেই যা পেরেছি যেভাবে পেরেছি ওইভাবে আমার বিজনেসটাকে সামনে এগিয়ে নিয়েছি। সবাই আমার বিজনেস ও আমার জন্য দোয়া করবেন। স্বদেশ নিউজ২৪ কে অনেক অনেক ধন্যবাদ এভাবে নারী উদ্যোক্তাদের পাশে থাকার জন্য।