নিকাব পরেও খুবই সাচ্ছন্দ্য ভাবে চলাফেরা করেন কাশফিয়া আহমেদ

লাইফ স্টাইল ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম:
এই আধুনিক যুগেও এখনো অনেকেই আছেন নিকাব ছাড়া চলাফেরা করেন না। তার মধ্যে অন্যতম কাশফিয়া আহমেদ। তার শৈশব কাটে ঢাকাতেই জন্ম বড় হওয়া সব ঢাকায় যদিও দাদার বাড়ি কুমিল্লায়। আজ নিকাবি হয়েও একজন ভ্লগার+ইনফ্লুয়েন্সার হয়ে ওঠার গল্প শুনবো। স্বদেশ নিউজ২৪.কমের সম্পাদক আরজে সাইমুর রহমানের সাথে আলাপন থেকে এই বিশেষ প্রতিবেদন। স্বদেশ নিউজ২৪ কে কাশফিয়া আহমেদ জানান- আমি খুব সাধারণ ভাবে চলাফেরা করতে পছন্দ করি, আমার কখনো মনে হয়নি নিকাব খুলে কোন প্রগ্রামে জয়েন করবো সবসময় নিকাব পড়েই জয়েন করি, নিকাব পড়ে চলাফেরা করতেই আমি খুব কমফোর্টেবল ফিল করি।
ব্লাক ছাড়া অন্য কোন রঙ আমার মাথায় আসেনা, সব কিছু জুড়েই আমার ব্লাক থাকে।

নিকাবি হিসেবে খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে যাই আলহামদুলিল্লাহ
আমি চাই আমাকে দেখে হাজারো মেয়েরা নিকাবি হয়ে যাক, আমি যেনো তাদের ইন্সপায়ার হয়েই থাকি। আমার ছোট্ট পেজ টা খুব অল্প সময়ে বড় হতে শুরু করে। কখনোই কল্পনা করিনি আমি ইনফ্লুয়েন্সার হবো। শখের বসেই ভ্লগার+ ইনফ্লুয়েন্সার হয়ে উঠা আর আজ সেটাই আমার প্রফেশন হয়ে দাড়ালো।

ফিউচার প্লান আছে অনাথদের নিয়ে কাজ শুরু করার, খুব শিঘ্রই কাজ শুরু করবো ইনশাআল্লাহ।বিজনেস নিয়ে এখনো কোন প্লান নেই সেটা ভবিষ্যতে ভেবে দেখবো।

আমার শৈশব কাটে ঢাকাতেই জন্ম বড় হওয়া সব ঢাকায় যদিও দাদার বাড়ি কুমিল্লায়।

লেখাপড়া কোথায় করছি, কি নিয়ে করছি তা পুরোটাই আমি হাইড রাখছি যদি কখনো মনে হয় সোস্যাল মিডিয়ায় জানানোর তখন জানাবো ইনশাআল্লাহ।

সবাই আমার জন্য দোয়া করবেন। পাশাপাশি স্বদেশ নিউজ২৪.কমের সকল পাঠকরা আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *