গাইবান্ধায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ্ব-১৭ টুর্ণামেন্টের উদ্বোধন

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনুর্ধ্ব- ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা অনুর্ধ্ব-১৭ সোমবার (২ অক্টোবর) থেকে শুরু হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির প্রমুখ। টুর্নামেন্টে গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাদুল্যাপুর, পলাশবাড়ী, সাঘাটা, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা পৌরসভার ১৬টি দল অংশ নিচ্ছে। আগামী ৭ অক্টোবর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *