একশ’র পর ৫ উইকেট হারাল ডাচরা

বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যায়ে পড়ে আয়ারল্যান্ড। ৪ রানে ২ উইকেট হারায় তারা। প্রতিরোধ গড়েন বারেসি-অ্যাকারম্যান। দলীয় রান ৬৩ হতে পরপর দুই ওভারে মুস্তাফিজ ও সাকিব তাদের তুলে নেন। পরে দলটির রান একশ’ হতেই পড়েছে আরও এক উইকেট।

নেদারল্যান্ডস ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৭ রানে খেলছে। ক্রিজে থাকা অধিনায়ক স্কট এডওয়ার্ডস ৩৪ রান করেছেন। তার সঙ্গী সাইব্রান্ট এংগেলব্রেচ্ট।
ইনিংসের দ্বিতীয় ওভারেই ডাচ ওপেনার বিক্রমজিৎ সিংকে (৩) তুলে নেন পেসার তাসকিন। পরের ওভারে ওপেনার ম্যাক্স ওডডকে (০) আউট করেন শরীফুল ইসলাম। তিনে নামা ওয়েলসি বারেসি ৪১ রান করেছেন। অ্যাকারম্যান ১৫ রান করে আউট হয়েছেন।
ইডেন গার্ডেন্সে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন নাসুম আহমেদ ও হাসান মাহমুদ। নাসুমের জায়গায় নেয়া হয়েছে শেখ মাহেদীকে। পেস বিভাগে হাসানের বদলি চোট কাটিয়ে দলে ফেরা তাসকিন আহমেদ। নেদারল্যান্ডস তেজা নিদামানুরু ও রোলফ ফন ডার মারওয়েকে নিয়েছে ওয়েসলি বারেসি ও শারিজ আহমেদের জায়গায়।
বাংলাদেশ একদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডি লিড, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, লোগান ভ্যান বেক, শারিজ আহমেদ, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *