তাদের ১৭০ রানে আটকাতে উচিত ছিল: সাকিব

অবনমনের সকল ধাপ ছাড়িয়ে গেছে বাংলাদেশ দল। বিশ্বকাপে ইংল্যান্ড-নিউজিল্যান্ড-ভারত-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করতে পারেনি দল। তাই বলে নেদারল্যান্ডসের বিপক্ষেও ভরাডুবি হবে ভেবেছিল কে? সেটাই হয়েছে।

ইডেন গার্ডেন্সে শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৭ রানে হেরেছে বাংলাদেশ দল। টস জিতে শুরুতে ব্যাট করা ডাচ ২২৯ রানে অলআউট হয়। বাংলাদেশ অলআউট হয়েছে ৪২.২ ওভারে মাত্র ১৪২ রানে।
ম্যাচ শেষে অজুহাত দেওয়ার অবশিষ্ট কিছু না থাকা সাকিব আল হাসান বলেছেন, নেদারল্যান্ডসকে ১৬০-১৭০ রানে আটকানো উচিত ছিল।
সাকিব বলেছেন,আমার মনে হয়, আমরা ভালো বোলিং করেছি। তাদের ১৬০-১৭০ রানে আটকানো উচিত ছিল। ব্যাট হাতে আমরা পুরো টুর্নামেন্টে খুব বাজে করেছি। এটা খারাপের শেষ পর্যায়। এটা খুব কঠিন এবং তা মাথা পেতে নিতে হবে।’
কী হচ্ছে কিছু বুঝে উঠতে পারছেন না বলেও মন্তব্য করেছেন বাঁ-হাতি এই অলরাউন্ডার, ‘টুর্নামেন্টের শুরু থেকেই আমরা সংগ্রাম করছি। কার মধ্যে কী চলছে বুঝতে পারছি না। এটা একেবারেই যেন আলাদা একটা দল। ভক্তরা সব সময় আমাদের ভালো-খারাপ সমর্থন দিয়ে গেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *