টুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা এ্যাড, ড. শামীম আল সাইফুল সোহাগ।গতকাল সোমবার (২০ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন। যুবলীগ নেতা এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ পটুয়াখালী-৪ আসন থেকে দুইবার প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দুই বারই তিনি মনোনয়ন বঞ্চিত হন। এই তৃতীয় বারের মত আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড, ড. শামীম আল সাইফুল সোহাগ বলেন এ আসন থেকে আমাকে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হব। আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে ১-১১ তে গ্রেনেড হামলার শিকার হয়েছি। এবং আজ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। তিনি আরও বলেন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য রাজপথে ছিলাম এবং থাকব ইনশাআল্লআল্লাহ। সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল, কলাপাড়া উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির, কলাপাড়া পৌর যুবলীগের সহ-সভাপতি শেখ মোঃ যুবরাজ, রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াজ হাওলাদার, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি অ্যাড, গাজী মুহাম্মদ তানিম, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়ালিদ তালুকদার, অ্যাড. বি এইচ সুমন তালুকদার, রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সাবেক সদস্য মেহেদী মুস্তাক। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগসহ কলাপাড়া, রাঙ্গাবালী ও মহিপুরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।