মনোনয়নপত্র জমা দিলেন ডলি সায়ন্তনী

কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে বিএনএমের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার বিকালে পাবনার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মু. আসাদুজ্জামানের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।

সূত্রমতে, ডলি সায়ন্তনীর দাদার বাড়ি পাবনার সুজানগরে এবং তার শিশুকাল থেকে তারুণ্যের পুরো সময় কেটেছে পাবনা শহরে। পাবনা শহরের সোনাপট্টিতে বড় ভাই বাদশা বুলবুল, ছোটবোন পলি সায়ন্তনীসহ পরিবারের সবাই থাকতেন। ডলির মা নিজেও ছিলেন সংগীত শিল্পী।

৯০-এর দশকে তাদের পরিবার ঢাকায় চলে যায় এবং এরপর থেকেই ভাইবোনের সংগীতের খ্যাতি দেশময় ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের সময় ডলি সাংবাদিকদের বলেন, আমি কখনই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় ছিলাম না। কখনই রাজনীতি করিনি। বিএনএম আমাকে অফার করার পর আমি ভেবে দেখলাম মানুষ আমাকে ভালোবেসে তারকা বানিয়েছে। বিএনএমের হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জনসেবা এবং দেশের জন্য কাজ করার ক্ষেত্র পাব।

এ আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সাংসদ আহমেদ ফিরোজ কবীর ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজিজুর রহমান আরজু, জাতীয় পার্টি, জাসদসহ বেশ কয়েকটি দলের প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *