গাইবান্ধায় একতরফা নির্বাচন বর্জনের দাবিতে সাম্যবাদী আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ প্রতিনিধিঃ

প্রহসনের একতরফা নির্বাচন বর্জনসহ প্রতিহত করার আহবান জানিয়ে রোববার বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ১নং রেলগেট এলাকা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরীর সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন মনজুর আলম মিঠু। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সদস্য জাহিদুল হক, সবুজ মিয়া, সুন্দরগঞ্জ উপজেলা সংগঠক কৃষ্ণ চন্দ্র পাল প্রমুখ।

বক্তারা বলেন, দেশে ফ্যাসিবাদী দুঃশাসন চলছে। সিন্ডিকেট ব্যাবসায়ীরা নিত্যপণ্যের মুল্য লাগামহীনভাবে বৃদ্ধি করছে। ঘুষ-দূর্নীতি-লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। ঘুষ-দূর্নীতি, সিন্ডিকেটের পাহাড়াদার বর্তমান আওয়ামীলীগ সরকার তাদের ফ্যাসিবাদী দুঃশাসন দীর্ঘায়িত করার জন্য একতরফা প্রহসনের নির্বাচন করছে। নেতৃবৃন্দ প্রহসনের নির্বাচন বর্জনসহ প্রতিহত করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান। বক্তারা পাহাড়ে গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের হত্যা করারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ছবি সংযুক্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *