“স্মৃতি”- রেজওয়ানা ইসলাম রিমি

“স্মৃতি”
-রেজওয়ানা ইসলাম রিমি

খুব পরিচিত ঘ্রাণ,অদ্ভুত এক ঘোর
অভুক্ত কুকুরের ন‍্যায় শুঁকে চলেছি,
যেন তীব্র থেকে তীব্র ভাবে শুষে নিতে চাচ্ছি
সিলিং ফ‍্যানের ঘরঘরে আওয়াজে,
মনে হচ্ছে শহরের সব যাতাকল যেন একত্রে হয়েছে
ঘরঘর আওয়াজটা বেশিক্ষণ আর স্থায়ী হলো না।

গুটি কয়েক পরিধি অতিক্রম করেই থমকে গেল আচমকা!
ঘন অন্ধকার বিরাজ করলো চোখের নিকটে
বুঝতে পারলাম লোডশেডিং।
নাকের ডগা দিয়ে ফুরফুরে হাওয়া আর বইছে না
তবুও পরিচিত ঘ্রাণ যেন আরো বেশি ব‍্যপিত হচ্ছে!
চামড়ার ভাঁজে অঙ্কিত জীবনের নঁকশা
হাতটার স্পর্শে যেন আঁতকে উঠলাম।

মনে হতে লাগলো,কত শত যুগ পর কাছে পেলাম!
দেয়াল ঘড়িটার পরপর চারটা টুংটাং আওয়াজে
বুঝে উঠতে সময় লাগলো না রাত তখন চারটা।

চামড়ার ভাজে মলিন হয়ে যাওয়া হাতটা খুঁজতে লাগলাম
যেন উন্মাদ হয়ে উঠছি আরেকবার স্পর্শের কাতরতায়
পরপারে পারি জমানো মানুষকে যে বাস্তবে পাওয়া যায় না!
এ তিক্ত সত‍্য মানতে আমি যেমন বাধ‍্য,
তুমিও বিশ্বাস করতে বাধ্য –
স্মৃতি যেমনি হোক তা আজীবন বয়ে বেড়াতে হয়।

**********
সাহিত্য বিভাগ
সম্পাদনায়- আরজে সাইমুর রহমান
https://www.facebook.com/rjsaimur

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *