রূপান্তরের আস্থা প্রকল্পের ত্রৈমাসিক এবং নাগরিক প্লাটফর্মের বরগুনার তালতলীতে তথ্য বিনিময় সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: রূপান্তরের আস্থা প্রকল্পের ত্রৈমাসিক এবং নাগরিক প্লাটফর্মের বরগুনার তালতলীতে তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ( ১৫ জানুয়ারি ) সোমবার সকাল ১০ টর সময় তালতলী উপজেলার আরডিএফ প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় তালতলী উপজেলা যুব ফোরামের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা এবং শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের তথ্য বিনিময় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যুব ফোরামের আহ্বায়ক মো: সাকিব সিকদার । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্ম সদস্য ও রাখাইন সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর নির্বাহী পরিচালক মং চিন থান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন জেলা নাগরিক প্লাটফর্মের অন্যতম সদস্য ও তালতলী উপজেলার বিশিষ্ট রাখাইন নারী নেত্রী এমএন ও ইউপি সদস্য আমেনা বেগম। সভায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রুপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন রুপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলা মাঠ সমন্বয়কারী কোহিনুর বেগম। সভায অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির ০৩ জন সদস্য সহ ৩০ জন যুব সদস্য। সভায় মাঠ পর্যায়ে শান্তি ও সহনশীলতা প্রতিষ্ঠায যুব সদস্যদের নেতৃত্বে যে উঠান বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়। প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে। আস্থা প্রকল্পের এই কার্যক্রমটি এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ১৬ ও ১৭ এর সাথে সম্পর্কিত। দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *