এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বরগুনায় আসছেন ভারতের জৌনপুরী পীর সাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাদাব আহমদ সিদ্দিকী। বরগুনা সদর খানকা শরীফ সূত্রে জানা গেছে আগামী (২৬ জানুয়ারি) শুক্রবার তিনি বরগুনা সদর খানকা শরীফে শুভাগমন করবেন । পীর সাহেব শাদাব আহমদ সিদ্দিকী কিছুদিন বরগুনা খানকা শরীফে অবস্থান করে ওয়াজ মাহফিল করবেন। করে হযরত আবু বক্কর সিদ্দিক ( রা:) এর বংশধর ভারতের জৌনপুরী পীর সাহেব হযরত শাদাব আহমদ সিদ্দিকী। বরগুনা পৌরসভা সংলগ্ন হযরত শাহ কেরামত আলী জৌনপুরী খানকা জামে মসজিদে ওয়াজ মাহফিল করবেন। এছাড়াও তিনি বাংলাদেশের বিভিন্ন স্থানে খানকায় ওয়াজ মাহফিল করবেন। ১৮শ শতকে বঙ্গে ইসলাম প্রচার করতে ভারত থেকে তিস্তা নদী পথে বাংলাদেশের রংপুর এসেছিলেন হযরত মাওলানা শাহ কেরামত আলী (র:) । এ সময় তিনি মুসলমানদের ধর্মীয় শিক্ষার চর্চা ,সভ্যতার বিকাশ ও আধুনিক শিক্ষায় অবদান রেখে পেয়েছিলেন অসংখ্য মানুষের ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা। এ ধর্ম প্রচারক জীবনের শেষ তিন বছর বাংলাদেশের রংপুর অবস্থান করে ইসলাম প্রচার করেন এবং এখানেই ইন্তেকাল করেন। তাঁর ভক্তবৃন্দ তাঁকে চিরস্মরনী করে রাখতে তার সমাধির উপর নির্মাণ করেন কেরামতিয়া জামে মসজিদ। হযরত মাওলানা শাহ কেরামত আলী (র:) এর উত্তরসূরী হলেন ভারতের জৌনপুরী পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাদাব আহমদ সিদ্দিকী ।