জাতীয় সংসদে গাজীপুর জেলার সংরক্ষিত নারী আসনের এমপি মেহের আফরোজ চুমকি এমপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মেহের আফরোজ চুমকি এমপি। এর আগে সোমবার (৪ মার্চ) জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সভায় মেহের আফরোজ চুমকিকে সদস্য নির্বাচিত করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর মেহের আফরোজ চুমকি এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে আমাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য গত ২৭ ফেব্রুয়ারি মেহের আফরোজ চুমকি বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসন গাজীপুর জেলা থেকে নির্বাচিত হন। ওই দিন নির্বাচন কমিশন সংরক্ষিত মহিলা আসনের ৫০ বিজয়ী নারী সদস্যদের নাম ঘোষণার গেজেট প্রকাশ করে।