আগামী মাসেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আর তাতে সভাপতি পদে এবার সুপারস্টার শাকিব খানকে প্যানেলে নেওয়ার জোর চেষ্টা চালাচ্ছেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। কয়েক দিন আগে সমিতির পিকনিকে এ কথা জানিয়েছেন চিত্রনায়ক অমিত হাসান।
তবে শাকিবের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শাকিব নির্বাচনে অংশ নিতে একেবারেই ইচ্ছুক নন। বরং কাজে আরও বেশি মনোযোগ দিতে চান তিনি। সূত্র জানায়, শাকিব খান ভালো ভালো সিনেমা উপহার দিতে চান, যেটা ইন্ডাস্ট্রির উন্নয়ন ঘটাবে। শুধু শিল্পী সমিতি কেন, কোনো ধরনের নির্বাচন নিয়েই মাথাব্যথা নেই এই তারকার।
এপ্রিলের ২৭ তারিখ শিল্পী সমিতির নির্বাচন। রমজান মাসজুড়ে শুরু হবে ভোটের প্রচারণা। শাকিব তখন ‘তুফান’ সিনেমার শুটিংয়ে চেন্নাইয়ে থাকবেন পুরো সময়। তাছাড়া ঈদে তার ‘রাজকুমার’ সিনেমাটি মুক্তি পাবে। এ কারণে তিনি কাজ নিয়ে টানা ব্যস্ত থাকবেন। তাই শাকিবের নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নেই। তবে তিনি চান, এফডিসিতে কাজের পরিবেশ ফিরে আসুক।